English Version
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯ ১১:২৬
সূত্র:

শুরু হলো আয়কর মেলা

শুরু হলো আয়কর মেলা

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আয়কর মেলা। এবারের মেলায় অনলাইনেও রিটার্ন দাখিল যাবে। চলতি অর্থবছরে, আয়কর থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা আহরণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজস্ব বোর্ড। এই লক্ষ্য অর্জনের কাছাকাছি যেতে রাজস্ব বোর্ড চেয়ে আছে আয়কর মেলার দিকে।

এবারও রাজধানী, বিভাগীয় শহরসমূহ এবং কয়েকটি জেলাসহ কিছু বাছাই করা উপজেলায় হবে করমেলা। মেলায় রিটার্ন দাখিল, টিআইএন নিবন্ধন সহ ছয় ধরনের সেবা পাওয়া যাবে।