English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৯ ১৪:১০
সূত্র:

ঈদের আগে আদা-রসুনের দাম চড়া

ঈদের আগে আদা-রসুনের দাম চড়া

রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও নিয়ন্ত্রণে আসছে না আদা ও রসুনের দাম। সপ্তাহ ব্যবধানে এই দুই নিত্যপণ্যের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা।

পাইকাররা বলছেন, আমদানিকারকরা আদা-রসুনের সরবরাহ কমিয়ে দেয়ায় দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ঈদের আগে চড়া মসলার বাজারে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানালেন ব্যবসায়ীরা।

গেল কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা আমদানি করা আদা ও রসুনের দর আরো বেড়েছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা আর আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা।

পাইকাররা বলছেন কোরবানির ঈদের আগে আদা-রসুনের বাড়তি চাহিদা তৈরি হয়। কিন্তু আড়তগুলোতে গেল সপ্তাহ থেকে আদা-রসুনের সরবরাহ কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা।