English Version
আপডেট : ২৩ মে, ২০১৯ ১৫:০৩
সূত্র:

ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন নোট

ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন নোট

ঈদুল ফিতর অতি আসন্ন। ঈদ মানেই নতুন পোশাক। আর নতুন পোশাকের সঙ্গে নতুন টাকা না হলে যেন জমে না। এ উপলক্ষে বাজারে নতুন টাকার নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার থেকে মতিঝিল কার্যালয়ের ব্যাংকিং শাখায় নতুন নোট পাওয়া যাচ্ছে।

জানা গেছে, এবার ঈদে গ্রাহক পর্যন্ত সর্বোচ্চ ১৮ হাজার কোটি টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। এ জন্য নতুন টাকা সংগ্রহ করতে আসা গ্রাহকদের ছবি এবং আঙ্গুলের ছাপ নেয়া হচ্ছে। 

এবার রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের ত্রিশ শাখায় ও ঢাকার বাইরের শাখাগুলো থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন আগামী ৩০ মে পর্যন্ত।  উল্লেখ্য, ঈদ উপলক্ষে বাজারে আসছে ১৭ হাজার কোটি টাকার নতুন নোট। তবে এবার ২ টাকা ও ৫ টাকার নতুন নোট বিনিময়ের সুযোগ থাকছে না। ১০, ২০, ৫০ টাকার পাশাপাশি ১০০ টাকার নতুন নোট বদলে নেওয়া যাবে।