English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৫৭
সূত্র:

তামাকের পরিবর্তে তুলা চাষ করা হবে

তামাকের পরিবর্তে তুলা চাষ করা হবে

তামাকের পরিবর্তে তুলা চাষ আর প্লাস্টিকপণ্যের বিকল্প হিসেবে পাটের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।   বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলাদা আলোচনাসভায় মন্ত্রী একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, সারাবিশ্বে এখন প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার করা হচ্ছে। আমাদেরও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার করা হবে। আর যেখানে তামাক চাষ করা হয় সেখানে মানুষ যেন তুলা চাষ করে সেটার জন্য উদ্যোগ নেওয়া হবে।

কাঁচা পাট রফতানির সব বাধা দূর করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কাঁচা পাট রফতানির বাধাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া কথা ভাবছে সরকার। বাংলাদেশে উৎপাদিত কাঁচা পাট অত্যন্ত উন্নতমানের হওয়ায় বিশ্বে দেশের পাটের প্রচুর চাহিদা রয়েছে। এসব রপ্তানি সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হবে। পাটচাষিকে বাঁচাতে সরকার বহুমুখী পাটপণ্য উৎপাদন, পণ্য ও কাঁচা পাট রপ্তানির সব বাধা দূর করার উদ্যোগ নেবে।

এন্টি ডাম্পিং বিষয়ে মন্ত্রী বলেন, ভারত পাটপণ্য রপ্তানিতে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এটা করা হয় দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য। তারা তাদের শিল্পকে বাঁচানোর জন্য সেটা করতে পারে। এরপরও বৈদেশিক বাণিজ্যিক যুক্তি থাকায় ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা ভারতের সঙ্গে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের নিয়ে আলোচনা করবো।

এরআগে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সঙ্গে এক আলোচনায় মন্ত্রী বলেন, তামাক বর্জন করে তুলার চাষ বাড়ানো হবে। যেখানে তামাক চাষ করা হয় সেখানে মানুষ যেন তুলা চাষ করে সেটার জন্য উদ্যোগ নেওয়া হবে। আর তামাকের চাহিদা মেটানোর জন্য আমদানি করা হবে বিদেশ থেকে। এতে দেশের ট্যারিফও বাড়বে।