English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:১৯

ব্যবসায়িক সহায়তা প্রদানে টিভিএস অটো ও এটলাস বাংলাদেশের চুক্তি

অনলাইন ডেস্ক
ব্যবসায়িক সহায়তা প্রদানে টিভিএস অটো ও এটলাস বাংলাদেশের চুক্তি

ব্যবসায়িক সহায়তা প্রদানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ফের চুক্তি স্বাক্ষর করেছে পুজিঁবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ে গতকাল (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান ২টির মধ্যে ৫ বছরের স্থায়ী ব্যবসা ও কারিগরি সহায়তা বিষয়ে সমঝোতা স্মারকলিপি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

জানা যায়, সিকেডিতে দক্ষতা বাড়ানো বা নতুন প্রযুক্তি উপযোগী করার পাশাপাশি অবকাঠামো ও গুণমান মান উন্নত করার জন্য টিভিএসএবি মূলধন যন্ত্রাদি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবে এটলাস বাংলাদেশকে। আর এতে টিভিএসএবি থেকে দেয়া ৩ কেটি ৬৫ লাখ টাকা বিল কোম্পানিটি বহন করবে।

এর আগে গত বছরের ২৪ মে টিভিএস অটো বাংলাদেশ এর গাড়ি এসেম্বলিং ও বাজারজাত করণের লক্ষ্যে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এতে দুই বছর এটলাস বাংলাদেশ লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড কর্পোরেট পার্টনার হিসেবে কাজ করার কথা রয়েছে।

চুক্তিতে বলা হয়েছিল, টিভিএস থেকে এটলাস বাংলাদেশ বছরে ১৫ থেকে ২০ হাজার মোটর সাইকেল সিকেডি বা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় ক্রয় করে তা এটলাসের নিজস্ব কারখানায় সংযোজনপূর্বক সরবরাহ করবে। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক অগ্রগতির পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও ট্যাক্স বাবদ প্রায় ১৫ কোটি টাকা জমা হবে। এছাড়া বাজার চাহিদা বিবেচনায় শীঘ্রই এটলাস বাংলাদেশ এবং টিভিএস অটো বাংলাদেশ যৌথভাবে বাংলাদেশে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ উৎপাদনের বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করা কথা ছিল। এরই অংশহিসেবে গতকালের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের জন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এনজিওগুলোর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতি এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মোটর সাইকেল সরবরাহের সুযোগ রয়েছে। চুক্তির ফলে এখন থেকে এটলাস বাংলাদেশ এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরাসরি মোটর সাইকেল ও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে। এতে রাষ্ট্রায়ত্ত এ কারখানার আর্থিক মুনাফা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।