English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৯
সূত্র:

এফবিসিসিআইয়ের নির্বাচন ২৭ এপ্রিল

এফবিসিসিআইয়ের নির্বাচন ২৭ এপ্রিল

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ জানুয়ারি তারিখে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।

এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ মঙ্গলবার তফসিল ঘোষণা করা হয়েছে।  ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম প্রেরণের সর্বশেষ তারিখ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। 

আগামী ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ১৮ মার্চ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর মো. আলী আশরাফ, এমপি। উল্লেখ্য যে, জনাব আশরাফ বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার। গঠিত নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন।