English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১১:৩৮
সূত্র:

মাছ-মুরগির দাম চড়া, সবজিতে স্বস্তি

মাছ-মুরগির দাম চড়া, সবজিতে স্বস্তি

রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। অধিকাংশ সবজির দাম এখন ২৫ থেকে ২০ টাকার মধ্যে চলে এসেছে। কয়েক সপ্তাহ আগেও ৪০ টাকার নিচে কোন সবজি পাওয়া যেত না। সবজির পাশাপাশি কমেছে ডিমের দামও। সবজির দাম স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই বেড়েছে মুরগি ও মাছের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে লাল লেয়ার মুরগি ও পাকিস্তানি ছোট মুরগিও।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে দেখা যায়, বেগুনের মানভেদে কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা। ফুলকপি ৮ থেকে ১৫ টাকা পিস, বাঁধাকপি ১০ থেকে ২০ টাকা পিস, শালগম ১০ থেকে ১৫ টাকা কেজি এবং মুলা ৮ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এ সব সবজির দাম ছিল কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা।

সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমার তালিকায় রয়েছে- পাক টমেটো ও নতুন আলু। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে এ সবজির কেজি বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। নতুন আলুর দাম কেজিতে ৫ টাকা কমে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে সব থেকে দামি সবজির তালিকায় রয়েছে করলা। মানভেদে করলার কেজি ৬০ থেকে ৭০ টাকা। করলার পরেই রয়েছে লাউ। মানভেদে লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

অন্যদিকে, আগের সপ্তাহের মতো নতুন দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজের কেজি ১৫ থেকে ২০ টাকা। কাঁচামরিচ ২৫০ গ্রাম ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পালন শাকের আটি ৫ থেকে ১০ টাকা, লাল শাক ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ শাক পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

শান্তিবাগ কাঁচা বাজারে দেখা যায়, এক ডজন ডিম আকার ভেদে ৯৫ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে । আর এক হালি ডিমের দাম ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার মালিবাগ কাঁচা বাজারে ডিম আকার ভেদে ৯০ থেকে ৯৫ টাকা বিক্রি হচ্ছে। আর এক হালি ডিমের দাম রাখা হচ্ছে ৩১ টাকা দরে।

অন্যদিকে ভালো মানের সরু মিনিকেট চাল কেজিপ্রতি ৫৬ থেকে ৫৮ টাকা। আর মাঝারি মানের বিভিন্ন চাল ৪৪ থেকে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভালো মানের মোটা চাল খুচরা বাজারে ৪০ টাকা।

মুরগির দাম বাড়লেও বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস আগের মতোই ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা কেজি এবং খাসির মাংস ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ৫০০ টাকা কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি। টেংরা মাছের কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকা কেজি। শিং মাছ ৪০০ থেকে ৬০০ টাকা। বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা কেজিতে। চিতল মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা কেজিতে।