English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৯ ২৩:১১
সূত্র:

মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্স বেড়েছে ৩০ শতাংশ

মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্স বেড়েছে ৩০ শতাংশ

চলতি অর্থবছরের নভেম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদেশ থেকে আসা রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পরিমান ৩০ শতাংশ বেড়েছে। নভেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্স এসেছে ৭৮ কোটি ৮৩ লাখ টাকা, যা অক্টোবরে ছিল ৬০ কোটি ৭৩ লাখ। তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট লেনদেনের পরিমান ৩ শতাংশ কমেছে।

অক্টোবরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩২ হাজার ৪৭৩ কোটি টাকা লেনদেন হলেও নভেম্বরে তা কমে ৩১ হাজার ৫২৭ কোটি টাকায় নেমে এসেছে। মোবাইল আর্থিক হিসাব (এমএফএস) নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।

লেনদেন কমলেও নভেম্বরে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা বেড়েছে। অক্টোবরে এই খাতের নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল ৮ লাখ ৬৮ হাজার, নভেম্বরে তা বেড়ে ৮ লাখ ৭৯ হাজার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসে মোট নিবন্ধিত এমএফএস হিসাবের সংখ্যা দাড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ যা আগের মাসে ছিল ৬ কোটি ৬৮ লাখ।

এছাড়া নভেম্বরে সক্রিয় হিসাবের সংখ্যা অক্টোবরের তুলনায় ২ শতাংশ বেড়েছে। গত অক্টোবরে সক্রিয় মোবাইল আর্থিক হিসাবের (এমএফএস) সংখ্যা ছিল ৩ কোটি ৪৯ লাখ যা নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৫ লাখ।

এমএফএসের মাধ্যমে নভেম্বরে বিভিন্ন সেবা বিল পরিশোধের পরিমান ১৪ শতাংশ কমেছে। নভেম্বরে এমএফএসের মাধ্যমে ৩০১ কোটি ৫৪ লাখ টাকার সেবা বিল পরিশোধ করা হয়েছে, যা আগের মাসে ছিল ৩৫০ কোটি ৯৭ লাখ টাকা।

এছাড়া মোবাইল ফোনে কর্মীদের বেতন দেওয়ার পরিমান কিছুটা কমেছে। নভেম্বরে এমএফএসের মাধ্যমে বেতন বাবদ ৫৮৬ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে, অক্টোবরে যার পরিমান ছিল ৫৮৬ কোটি ৮৩ লাখ টাকা।

পরিসংখ্যান অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। অক্টোবরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৪৭ কোটি টাকার দৈনিক লেনদেন ছিল যা বেড়ে ১ হাজার ৫০ কোটি টাকা হয়েছে।