English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৪
সূত্র:

৩০ ডিসেম্বর ব্যাংক বন্ধ

৩০ ডিসেম্বর ব্যাংক বন্ধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো ৩০ ডিসেম্বর (রোববার) ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সব নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে। 

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ৩০ ডিসেম্বর সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।