English Version
আপডেট : ১ নভেম্বর, ২০১৮ ১১:২১

গ্রামীণ সেতু নির্মাণে অর্থ দিচ্ছে বিশ্ব ব্যাংক

অনলাইন ডেস্ক
গ্রামীণ সেতু নির্মাণে অর্থ দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশের গ্রামীণ সড়ক সংযোগ সেতু নির্মাণ ও মেরামতে ৪২ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

বিশ্ব ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় ঋণের পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। শিগগির বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের দুই তৃতীয়াংশ মানুষ উপকৃত হবে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, 'অপারেশন ফর সার্পোটিং রুরাল ব্রিজেস প্রোগ্রাম' শীর্ষক কর্মসূচির মাধ্যমে ৮৫ হাজার মিটার গ্রামীণ সেতু মেরামত, ২৯ হাজার মিটার সেতু চওড়া করা এবং নতুন করে ২০ হাজার মিটার সেতু নির্মাণ করা হবে। এ কর্মসূচি ৫৫ লাখ জনের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ কর্মসূচি বর্তমান সরকারের গ্রামীণ সেতু নির্মাণে একটি চলমান উন্নয়ন কার্যক্রম।

কর্মসূচির বিষয়ে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান বলেন, বাংলাদেশের গ্রামীণ সড়কগুলোতে সংযোগ সেতু নির্মাণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নত সড়ক যোগাযোগের সুবিধা পাবে। এর ফলে এসব প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্থানীয় বাজার, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে উন্নত যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ ফরহাদ আহমেদ জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে সরকার উপকূলীয় অঞ্চলসহ গ্রামীণ এলাকার সেতু অবকাঠামোর যে উন্নত পরিকল্পনা ও গুণমান বৃদ্ধি করতে চায়, তা নিশ্চিত করা সম্ভব হবে।