English Version
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২৭

বুড়িমারী বন্দর দিয়ে ওষুধের প্রথম চালান গেল ভুটানে

অনলাইন ডেস্ক
বুড়িমারী বন্দর দিয়ে ওষুধের প্রথম চালান গেল ভুটানে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ভুটানকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে ওষুধ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ওই ওষুধের প্রথম চালানটি গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে। শুক্রবার বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার একে এম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে ছয়টি ট্রাকে করে প্রায় ৩০ টন ওজনের ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৩৫ প্রকারের ওষুধ ভুটান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার ও লালমনিরহাট জেলা ড্রাগ সুপার তোহিদুল ইসলাম প্রমুখ।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরকালে দেশটিকে বিনামূল্যে ওষুধ প্রদানের প্রতিশ্রুতি দেন। পরে ভুটান থেকে বাংলাদেশ সরকারের কাছে ৪২৯ প্রকার ওষুধের একটি তালিকা পাঠানো হয়। কিন্তু ওই তালিকায় মধ্যে ২৫৮ প্রকার ওষুধ মিলে বাংলাদেশে।

এতে প্রায় ২০ কোটি টাকার ওষুধ তিন ধাপে ভুটান হেলথ কেয়ার ট্রাস্ট ফান্ডে অনুদান হিসেবে প্রদান করা হবে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ওষুধের প্রথম চালানটি হস্তান্তর করা হয়েছে ভুটানের প্রতিনিধিদের কাছে।

পর্যায়ক্রমে ৩১ অক্টোবর দ্বিতীয় ও ৩০ নভেম্বর তৃতীয় চালানের মাধ্যমে মোট ২৫৮ প্রকার ওষুধ ভুটান পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।