English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৪

১০ লাখ গাড়ি ফিরিয়ে নিবে টয়োটা

অনলাইন ডেস্ক
১০ লাখ গাড়ি ফিরিয়ে নিবে টয়োটা

ইউরোপ, দক্ষিন আমেরিকা, জাপানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ গাড়ি ফিরিয়ে নিবে টয়োটা মোটর কর্পোরেশন। বুধবার এই ধরণের এক পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি বলে রয়র্টাসের খবরে জানা গেছে।

গাড়ির ইঞ্জিনে তারের জোড়ার সমস্যার কারণে আগুন লাগার ঝুঁকি থেকে এই পরিকল্পনা করেছে জাপানের বিখ্যাত গাড়ি উৎপাদনকারী এই প্রতিষ্ঠান।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে প্রিউস মডেলের এক লাখ ৯২ হাজার গাড়ি ফিরিয়ে নিবে বলে টয়োটার মুখপাত্র জ্যান ইয়েভস জুলট জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ইঞ্জিনে তারের জোড়াতে ধূলাবালি জমা হলে গাড়ির স্পন্দনের ফলে তারের আস্তরণ ক্ষয়ে যেতে পারে। এর ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও এর থেকে আগুন লাগার ঝুঁকি থাকে ।

এর ফলে জাপানে ২০১৫ সালের জুনে ও ২০১৮ সালের মে গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।