English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৫৬

বেসিক ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি আগামী সপ্তাহেই

অনলাইন ডেস্ক
বেসিক ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি আগামী সপ্তাহেই

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে আগামী সপ্তাহেই সার্চ কমিটি গঠন করা হবে।

বুধবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ এ কথা জানান। 

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী এমডি নিয়োগ দেওয়া হবে।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খান গত ১৪ আগস্ট পদত্যাগপত্র জমা দেন। ৩০ আগস্ট ব্যাংকের বোর্ড সভায় তা গৃহীত হয়।