English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৮ ২২:৩২

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

অনলাইন ডেস্ক
কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আসন্ন ঈদ-উল-আযহায় কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দর নির্ধারণের ঘোষণা দেন।

তিনি বলেন, এবারের ঈদে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। আর ঢাকার বাইরে হবে ৩৫ থেকে ৪০ টাকা।   এছাড়া ব্যবসায়ীরা খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা ও বকরি ১৩ থেকে ১৫ টাকা দরে কিনতে পারবেন বলেও জানানো হযেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গতবছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় সংগ্রহ করেন। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর কোরবানি উপলক্ষে সারা দেশে এক কোটি পাঁচ লাখের মত গবাদিপশু বিক্রি হয়েছিল। আর এবার দেশের খামারগুলোতে কোরবানিযোগ্য পশু আছে এক কোটি ১৬ লাখ।   চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে বাকি আছে আর মাত্র দুই সপ্তাহের মতো। এবারের কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর ২১টি স্থানে বসানো হবে পশুর হাট। এর মধ্যে কেবল গাবতলী স্থায়ী হাট বাদে বাকিগুলো অস্থায়ী ভিত্তিতে বসানো হবে।