English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ০৯:৫৬

রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

অনলাইন ডেস্ক
রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য রফতানি খাতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে রফতানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরে মোট রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪০ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে বাংলাদেশের মোট রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।   এছাড়া ২০১৭-১৮ সালে প্রবৃদ্ধি ছিল রফতানি খাতে ৬ দশমিক ৩৬ ভাগ ও সেবা খাতে ৭ দশমিক ৪৩ ভাগ। আর নতুন অর্থ বছরে রফতানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ ভাগ।

পাশাপাশি গার্মেন্টস বা তৈরি পোষাক খাতে রফতানি লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৮ ভাগ।

গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার। রফতানি হয়েছিল ৩১ বিলিয়নের কাছাকাছি। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৬ ভাগ।

তৈরি পোশাক খাতে লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। রফতানির এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে দেশের মোট রফতানি ৬০ বিলিয়ন ছাড়িয়ে যাবে।