English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১২:০০

১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভারতীয় কোম্পানির

অনলাইন ডেস্ক
১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভারতীয় কোম্পানির

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কাজে টার্মিনাল নির্মাণে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এ খাতে ভারতের বৃহত্তম প্রতিষ্ঠান পেট্রোনেট। এ জন্য ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। অনুমোদন পাওয়ার ৪২ মাসের মধ্যে ভূমিভিত্তিক এলএনজি সরবরাহের কাজ শেষ করতে চায় তারা। ভারতের সংবাদ মাধ্যম পিটিআই এ খবর দিয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়ায় ২৬ কিলোমিটার পাইপলাইনে বছরে ৭৫ কোটি টন আমদানি করা এলএনজি গ্রহণ এবং সরবরাহ লাইনে ছাড়ার পরিকল্পনায় গত বছর পেট্রোবাংলার সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয় পেট্রোনেটের। এখন প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে অনুমোদনের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছে। পেট্রোনেটের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী প্রভাত সিং পিটিআইকে জানান, সরকার তাদের প্রস্তাব গ্রহণ করলে পেট্রোবাংলা এবং পেট্রোনেটের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে। অনুমোদন পাওয়ার ৪২ মাসের মধ্যে ভুমিভিত্তিক এলএনজি সরবরাহের কাজ শেষ করতে চান তারা। তবে ভবিষ্যতে প্রকল্পটি আরও সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়ার এ স্থানটিকে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেন তিনি। বিওও অর্থাৎ নির্মাণ, মালিকানা ও পরিচালনার ভিত্তিতে নির্মাণ করা হবে প্রকল্পটি।