English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৭:০০

সারা বছর চিনিকল চালু রাখার উদ্যোগ নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
সারা বছর চিনিকল চালু রাখার উদ্যোগ নিচ্ছে সরকার

বছরে তিন মাস চিনি উৎপাদন হয় দেশের চিনিকলগুলো থেকে। সারা বছর যাতে চিনি উৎপাদন হয় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ঢাকায় তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে এ কথা বলেন।   শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, গ্রামে আখ মাড়াই করে যাতে গুড় উৎপাদন করা না হয় সেজন্য ডিসিদের কাজ করতে বলেছি। এসব আখ সুগার মিলগুলোতে আসে সেদিকে নজর রাখার কথা আমরা বলেছি।

সারাদেশে আমরা যে গুদামগুলো করছি সেই গুদামের জায়গা যেখানে অধিগ্রহণ হয়নি সেগুলো দ্রুত অধিগ্রহণের জন্য বলেছি। বিভিন্ন বিসিক শিল্পনগরীর যে জমিগুলো অধিগ্রহণের বাকি আছে সেগুলো তরান্বিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।