English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৮ ১০:১৯

মার্কিন ডলার বর্জনের ঘোষণা!

অনলাইন ডেস্ক
মার্কিন ডলার বর্জনের ঘোষণা!

ইরান ইস্যু নিয়ে ফ্রান্স, জার্মানি ও বৃটেন এবার মার্কিন ডলার বর্জন করতে যাচ্ছে। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনে ডলার বহির্ভূত প্রক্রিয়ায় এ তিন দেশ সম্মত হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বরাত দিয়ে জানিয়েছে রেডিও তেহরান।

গত মে মাসে একতরফাভাবে যুক্তরাষ্ট্র জেসিপিওএ নামে পরিচিত ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায়। এ প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ছিন্ন করার জন্য ওয়াশিংটনের প্রচণ্ড চাপের মুখে পড়ে ইউরোপের কোম্পানিগুলো।

ল্যাভরভ জানান, ছোট এবং মাঝারি কোম্পানিগুলোর স্বার্থ বিবেচনা করে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোও মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজ নিজ দেশের বাণিজ্যকে রক্ষার পদ্ধতি বের করার বিষয়ে সম্মত হয়েছে।

পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন অবৈধ এবং অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দেয়ার কঠোর নিন্দাও করেন তিনি।