English Version
আপডেট : ৭ জুন, ২০১৮ ১৬:৪০

ই-কমার্স খাতে ভ্যাট বসছে

অনলাইন ডেস্ক
ই-কমার্স খাতে ভ্যাট বসছে

ই-কমার্স খাতে ভ্যাট বসাতে যাচ্ছে সরকার। অনলাইনভিত্তিক যেকোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরে ৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। বাজেটে ই-কমার্স খাতে ভ্যাট বসানোর প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া (সামাজিক মাধ্যম) ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যথেষ্ট বেড়েছে। এই পণ্য বা সেবার পরিসরকে আরও বাড়াতে ভার্চুয়াল বিজনেস নামের একটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এই সেবার অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। তাই ভার্চুয়াল বিজনেস (ব্যবসা) সেবার ওপর ৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করছি।