English Version
আপডেট : ২৯ মে, ২০১৮ ১০:৫৬

কালো টাকা পাচার হলে আমি কী করব: মুহিত

অনলাইন ডেস্ক
কালো টাকা পাচার হলে আমি কী করব: মুহিত

কালো টাকা দেশের বাইরে পাচার হয়ে গেলে কিছুই করার নেই বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্টাডি ট্রাস্ট’ আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এক প্রশ্নে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তিনি।

অর্থনীতিবিদরা বলছেন, প্রতিবছর যত কালো টাকা সাদা করা হয়, প্রকৃতপক্ষে সেই অংক বহুগুণ বেশি। এই অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে।

এই প্রসঙ্গে মুহিত আলোচনা অনুষ্ঠানে অসহায়ত্বের সুরে বলেন, “কালো টাকা দেশের বাইরে গেলে আমি কী করব?”

অর্থমন্ত্রী জানান, কালো টাকা নিয়ে এই মুহূর্তে তিনি কিছুই ভাবছেন না। ফলে বাজেটেও সে বিষয়ে কিছু থাকছে না। তার বাজেট বক্তৃতা লেখা ইতোমধ্যে শুরু হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে।

আগামী বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কি না- এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, “কালো টাকার জন্য কোনো রকমের ব্যবস্থা করার কোনো ইচ্ছা আমার নেই। কালো টাকা সাদা করা অলঅয়েজ আ ব্যারিয়ার, অ্যান্ড ইট হ্যাজ নেভার সাকসিডেড।”

গত জানুয়ারিতে রূপালী ব্যাংকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছিলেন, “আপনারা সবাই জানেন এ বছর নির্বাচনের বছর। এ বছর টাকা পয়সার ছড়াছড়ি বেশি হবে, কালো টাকা হয়ত যথেষ্ট আসবে বাজারে, এ বছর সাবধানতা অবলম্বন করতে হবে।”

এই সময়ে আলোচিত ব্যাংক কেলেঙ্কারি নিয়েও সোমবারের অনুষ্ঠানে প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “ব্যাংক কেলেঙ্কারি ইজ অ্যা ভেরি সিরিয়াস ম্যাটার এবং ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের গোলামাল আছে।”