English Version
আপডেট : ২৮ মে, ২০১৮ ১১:১০

ঈদের নতুন টাকা পাওয়া যাবে যেখানে

অনলাইন ডেস্ক
ঈদের নতুন টাকা পাওয়া যাবে যেখানে

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো।

তবে একই ব্যক্তি এক বারের বেশি নতুন নোট গ্রহণ করতে পারবে না। নোট উত্তোলন-কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ অনুযায়ী যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবে।

কোনো ঝামেলা ছাড়াই আপনার নিকটবর্তী ও কাছের কোন ব্যাংকের শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করবেন তার তালিকা উল্লেখ করা হলো:

যেসব ব্যাংক শাখায় নোট বিনিময় করা যাবে-

০১. ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। ০২. জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা। ০৩. অগ্রণী ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। ০৪. দি সিটি ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। ০৫. সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখা, ঢাকা। ০৬. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। ০৭. উত্তরা ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা, ঢাকা। ০৮. সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখা, ঢাকা। ০৯. ঢাকা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা। ১০. আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা। ১১. রূপালী ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। ১২. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা। ১৩. জনতা ব্যাংক লিমিটেড, রাজারবাগ শাখা, ঢাকা। ১৪. পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা। ১৫. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা। ১৬. ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। ১৭. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা। ১৮. ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা। ১৯. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। ২০. ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা।