English Version
আপডেট : ২২ মে, ২০১৮ ১১:২৪

পোশাক রফতানিকারকদের ঋণসীমা বাড়ছে

অনলাইন ডেস্ক
পোশাক রফতানিকারকদের ঋণসীমা বাড়ছে

দেশের তৈরি পোশাক রফতানিকারক এখন থেকে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে। এর আগে এই সীমা ছিল দুই কোটি ডলার।

সোমবার ঋণসীমা বাড়ানোর এই ঘোষণা দিয়ে এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। রফতানি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে।   এতে বলা হয়, বিজিএমইএ ও বিটিএমএ'র সদস্যভুক্ত উৎপাদনকারী-রফতানিকারকদের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার রফতানি ঋণপত্র/নিশ্চিত চুক্তি/ অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে একজন রফতানিকারক ইডিএফ থেকে সর্বোচ্চ দুই কোটি ডলার ঋণ গ্রহণ করতে পারতেন।

এখন এই সীমা বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হলো। রফতানি খাতে সহায়তা দিতে ১৯৮৯ সালে মাত্র তিন কোটি ডলার দিয়ে ইডিএফের যাত্রা শুরু হয়। দফায় দফায় বাড়িয়ে এই তহবিলের পরিমাণ এখন আড়াইশ' কোটি ডলারে দাঁড়িয়েছে।