English Version
আপডেট : ১৪ মে, ২০১৮ ১৭:৫৩

রমজানে গরুর মাংসের কেজি ৪৫০, খাসি ৭২০ টাকা

অনলাইন ডেস্ক
রমজানে গরুর মাংসের কেজি ৪৫০, খাসি ৭২০ টাকা

প্রতিবছ‌রের ম‌তো এবারও রমজা‌নে মাং‌সের দাম নির্ধারণ ক‌রে দি‌য়ে‌ছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপো‌রেশন (ডিএস‌সি‌সি)। নির্ধা‌রিত দা‌মের বেশি দামে কেউ মাংস বি‌ক্রি কর‌লে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

এবছর রমজা‌নে দেশি গরুর মাংস প্র‌তিকেজি ৪৫০ টাকা, বি‌দেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, ম‌হিষের মাংস ৪২০ টাকা, খা‌সির মাংস প্র‌তি কেজি ৭২০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে গত বছরের তুলনায় এবার গরুর মাংসে কেজিপ্রতি দাম কমলো ২৫ টাকা।

সোমবার দুপু‌রে নগরভব‌নের ব্যাংক ফ্লো‌রে মাংস ব্যবসায়ী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে দাম নির্ধার‌ণের ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। 

গতবছর প্র‌তিকেজি দেশি গরুর মাংসের মূল্য ছি‌লো ৪৭৫ টাকা,  বি‌দেশি বোল্ডারের দাম ছিলো ৪৪০ টাকা, ম‌হিষের মাংসের দাম ছিলো ৪৪০ টাকা ও খা‌সির মাংসের দাম ছিলো ৭২৫ টাকা।