English Version
আপডেট : ১১ মে, ২০১৮ ২৩:০৯

রোজা সামনে রেখে কাঁচাবাজারে আগুন

অনলাইন ডেস্ক
রোজা সামনে রেখে কাঁচাবাজারে আগুন

সপ্তাহ পেরোলেই রমজান। আর এর মধ্যে প্রতিনিয়তই বেড়ে চলেছে সবজির দাম। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও বেগুনের পর এবার চড়া দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা ও ধুন্দল।

সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে টমেটো, লাউ, চিচিঙ্গা, ধুন্দল, করলা, পটল, ধেড়স, বরবটির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে সব সবজির দাম চড়া। সবজির এ চড়া দামের ক্ষেত্রেও রোজাই কারণ হিসেবে জানিয়েছেন তারা।   বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিচিঙ্গার দাম বেড়ে ৬০-৭০ টাকা হয়েছে। একই দামে বিক্রি হচ্ছে ধুন্দল।

বাজারে বেশিরভাগ সবজির কেজি এখন ৫০ টাকার ওপরে। ৫০ টাকা কেজির নিচে শুধু করলা ও পটল মিলছে। তবে পেঁয়াজ, মরিচ, আলু, ডিম, রসুনের দাম অপরিবর্তিত রয়েছে।

সবজির পাশাপাশি তালমিলিয়ে বেড়েছে বয়লার মুরগির দামও।

বাজার ভেদে সাদা বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ১৩০-১৪০ টাকা। আর গত সপ্তাহে ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া লাল কক মুরগির দাম বেড়ে হয়েছে ১৮০-১৮৫ টাকা।

আগামী সপ্তাহেই রোজা শুরু হবে। রোজার শুরুতে মাংসের চাহিদা একটু বেশিই থাকে। তাই এখন মুরগির দাম কিছুটা বেড়েছে বলে জানাচ্ছে কারওয়ানবাজারের বয়লার মুরগি ব্যবসায়ীরা।