English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮ ১৫:৩৮

বড়লোক হতে চাইলে এই পাঁচটি ভুল করবেন না

অনলাইন ডেস্ক
বড়লোক হতে চাইলে এই পাঁচটি ভুল করবেন না

বড়লোক হতে চাইলে এই পাঁচটি ভুল করবেন না। বড়লোক হতে চান ৷ তাহলে চলতি অর্থবর্ষে অবশ্য সতর্ক থাকতে যাতে কোনও ভাবেই ক্ষতির মুখে না পড়েন৷ ফলে যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে৷ সেক্ষেত্রে এই পাঁচটি ভুল করবেন না৷

১) লোভের বশে বিটকয়েন অথবা ক্রিপ্টোকারনেন্সিতে যেন কোনও বিনিয়োগ করবেন না৷ তড়তড় করে বাড়ছিল বিটকয়েনের দাম ফলে প্রলুব্ধ হয়েছেন অনেকেই কিন্তু এখন সেই সুদিন নেই ৷ এতে বিনিয়োগ মানে আসলে একটা ফাটকাবাজি৷

২) কোনও রকম রিসার্চ ছাড়া শুধুমাত্র পরিচিত বা বন্ধুবান্ধবের কথার উপর নির্ভর করে কোনও শেয়ার কিনে ফেলবেন না৷ ঘর করার জন্য শেয়ার কেনা তো সময়মতো সেটা বেচতে হবে তা না করতে পারলে শেয়ার বাজারে ঢুকে হাত পোড়াবেন কারণ যার কথায় কিনতে গিয়েছিলেন সে কখন তা বেচে দিয়েছে তা জানতে পারেননি৷

৩) বিমার সঙ্গে লগ্নিকে গুলিয়ে ফেলবেন না৷ বিমা করার উদ্দেশ্য হল অনাবশ্যক ঝুঁকি এড়ান ৷ জীবনবিমা করা হয় যাতে ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর উপর নির্ভরশীলদের অর্থনৈতিক ক্ষতিপূরণ মেলে৷ সেক্ষেত্রে ব্যক্তির বার্ষিক আয়ের ১৫-২০ গুণ থাকে পলিসি ভ্যালু৷ কিন্তু অনেক সময় এই বিমা এবং লগ্নি মিশিয়ে ফেলায় লাইফ কভারেজ কমে যায়৷ এ ব্যাপারে সতর্ক থাকা উচিত

৪) কোনও রকম লক্ষ্য ছাড়া লগ্নি করা উচিত নয়৷ নিজের কতটা কি প্রয়োজন সেটা ঠিক করে নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে কতটা সঞ্চয় করবেন আর কতটা লগ্নি করবেন৷ সেই মতো হিসাব না করে এগোলে পরে পস্তাতে হতে হবে৷

৫) বেশি টাকা লগ্নির জন্য অপেক্ষা করা উচিত নয়৷ দেখা যায় যারা সদ্য রোজগার করতে শুরু করেছেন সঞ্চয় বা লগ্নি করার মতো উদ্বৃত্ত অর্থ কমই থাকে৷ এখন সেজন্য যদি সেই সময় সঞ্চয় করাটা পিছিয়ে দেওয়া হয় এই আশায় যে পরে সঞ্চয়ের পরিমাণ বাড়লে তখন করা হবে তাহলে কিন্তু লগ্নির সুযোগ হারাবেন৷