English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮ ১৬:৫৬

ঢাকা-কলকাতা রুটে চলবে ইন্ডিগোর বিমান

অনলাইন ডেস্ক
ঢাকা-কলকাতা রুটে চলবে ইন্ডিগোর বিমান

ভারতের বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস এবার বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এয়ারলাইনসটি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য ইন্ডিগোর আবেদন যাচাই-বাছাই শেষে চলতি বছরের ৫ এপ্রিল ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক। এয়ারলাইনসটিকে কলকাতা-ঢাকা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে।

ফ্লাইট পরিচালনার জন্য ইন্ডিগোকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় এয়ার সার্ভিসেস এগ্রিমেন্টের শর্ত মানতে হবে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে ভাড়া ও অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে।

আগামী মাস থেকেই সপ্তাহে সাতটি ফ্লাইট শুরু হবে। ফ্লাইট পরিচালনার জন্য ১৬৫ আসনের এয়ারবাস এ৩২০ নিও উড়োজাহাজ ব্যবহার করা হবে।

২০০৬ সালে চালু হওয়া ইন্ডিগো ভারতের অভ্যন্তরীণ রুটে পাঁচ বছর ফ্লাইট পরিচালনার পর ২০১১ সালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পায় এয়ারলাইনসটি। বর্তমানে ইন্ডিগো ৪২টি অভ্যন্তরীণ ও আটটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।