English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮ ১৬:১৮

চালের বাজারে স্বস্তির আভাস

অনলাইন ডেস্ক
চালের বাজারে স্বস্তির আভাস

অবশেষে চালের বাজারে স্বস্তির আভাস মিলেছে। বাজারে দাম কমতে শুরু করেছে চালের। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম মান ভেদে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর কারওয়ান বাজারে, সরু চাল বিক্রি হচ্ছে ৫ টাকা কমে। মিনিকেটে, বিআর-২৮ ও মোটা চালে কমেছে দুই থেকে চার টাকা পর্যন্ত।

এ ব্যাপারে চাল বিক্রেতারা বলেন, যে চাল কদিন আগে ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হয়েছে, এখন তা ৬৭ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। বিআর ২৮ আগে ৫০ থেকে ৫২ টাকা বিক্রি হয়েছে, এখন সেটা ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল বা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা। আগে এটা ছিল ৪৪ টাকা।   তবে টিসিবির মূল্য তালিকায় আটকে আছে চালের দাম। টিসিবির দৈনিক বাজার দরের তালিকা বিশ্লেষণ করে মাসজুড়ে চালের উচ্চমূল্য স্থিতিশীল থাকার প্রভাব লক্ষ্য করা গেছে।

সেখানে সরু চালের মধ্যে সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেট প্রতি কেজি চালের দাম দেয়া আছে ৬০ থেকে ৬২ টাকা, যা এক সপ্তাহ আগে একই দাম ছিল। আর এক মাস আগেও টিসিবির মূল্য তালিকায় একই দাম লক্ষ্য করা গেছে।

আর ভাল মানের নাজিরশাইল ও মিনিকেট চালের দাম দেয়া আছে ৬০ থেকে ৭০ টাকা। যা এক সপ্তাহ ও মাসখানেক আগে একই দাম দেয়া আছে। এছাড়া টিসিবির মূল্য তালিকায় মাঝারি মানের চালের দাম দেয়া আছে ৪৮ থেকে ৫৬ টাকা, যা এক সপ্তাহ আগে একই দাম ছিল।