English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮ ০৬:৩০

বোনাস শেয়ার সমন্বয়ে লুজারের শীর্ষে ব্র্যাক ব্যাংক

অনলাইন ডেস্ক
বোনাস শেয়ার সমন্বয়ে লুজারের শীর্ষে ব্র্যাক ব্যাংক

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহিক লেনদেনে (৮-১২ এপ্রিল) লুজারের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। বোনাস লভ্যাংশ সংক্রান্ত সমন্বয়ের কারনে ব্যাংকটি এই অবস্থানে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের শেয়ার দর কমেছে ১৫.৯৪ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। তবে এই লুজারের কারন হিসেবে রয়েছে ব্যাংকটির ২০১৭ সালের জন্য ঘোষিত ২৫ শতাংশ বোনাস শেয়ার সমন্বয়। আর এই সমন্বয়ের জন্য গত সপ্তাহের গত সপ্তাহের ১১ এপ্রিল রেকর্ড ডেট ছিল।

ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টের ১১.৪৪ শতাংশ, রূপালি ব্যাংকের ৮.৮০ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলসের ৮.৪৪ শতাংশ, সিটি ব্যাংকের ৭.৭১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৯৩ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৬.৬৯ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬.৪৯ শতাংশ, উত্তরা ফিন্যান্সের ৬.৪১ শতাংশ ও ঢাকা ব্যাংকের ৬.২৯ শতাংশ শেয়ার দর কমেছে।