English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮ ১২:৪২

বিদ্যুৎ ও বীমা খাতের দুই প্রকল্পে বিশ্ব ব্যাংক ৫১৫ মিলিয়ন ডলার দেবে

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ ও বীমা খাতের দুই প্রকল্পে বিশ্ব ব্যাংক ৫১৫ মিলিয়ন ডলার দেবে

বিশ্ব ব্যাংক বিদ্যুৎ সঞ্চালন ও বীমা খাতের দুটি প্রকল্পে ৫১৫ মিলিয়ন ডলার দেবে। মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাসসকে একথা জানান। তিনি বলেন, ইআরডি’র অতিরিক্ত সচিব মাহমুদা বেগম ও বাংলাদেশ, ভূটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এই চুক্তিতে স্বাক্ষর করবেন।

বিশ্ব ব্যাংক মোট অর্থের মধ্যে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে ৪৫০ মিলিয়ন ডলার দেবে। প্রকল্পটি বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও বৃহত্তর চট্টগ্রামের অংশসহ উত্তরাঞ্চলে বাস্তবায়িত হবে। এ প্রকল্পে নতুন ২ লাখ ৭৫ হাজার বাড়ি ও কৃষির জন্য ১৬ হাজার সংযোগ দেয়া হবে। এতে ১৩টি নতুন সাব-স্টেশন স্থাপিত ও বিদ্যমান একটি পুনর্বাসিত হবে। এছাড়া ২৯০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও ১৫৭ কিলোমিটারের পুনর্বাসিত হবে। ২০১৮ সালের ২৯ মার্চ বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।