English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮ ১১:০৮

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনও মূল্যে ভ্যাট বসানো হবে

অনলাইন ডেস্ক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনও মূল্যে ভ্যাট বসানো হবে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যেকোন মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোন ছাড় দেব না।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সন্ধ্যায় দৈনিক পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহীদের সাথে এক প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি আর বলেন, আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো হবে। নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমানো হবে। এবং কেবল টিভি ব্যবস্থাপনাকে ডিজটালাইজড করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে এখন যেসকল ভারতীয় টিভি চ্যানেল দেখানো হয় তার খরচ বাড়বে।