English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১৪:১৩

বর্জন করা ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে

অনলাইন ডেস্ক
বর্জন করা ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে

বাঙালির প্রাণের উৎসব বৈশাখ আসতে বাকি আর মাত্র সপ্তাহখানেক। বৈশাখের আমেজে ভাসছে পুরো দেশ। আর এই সুযোগে কিছু আসাধু ব্যবসায়ীদের কারসাজিতে কারণ ছাড়াই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। আগের মতো বড় ইলিশ বাজারে পাওয়া না যাওয়ায় এবং জাটকা নিধন রোধে বিগত ২ বছর ধরে বৈশাখে ইলিশ খাওয়া বর্জন করেছেন অনেকে। এমনকি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাটকা নিধন বন্ধে পহেলা বৈশাখে ইলিশ বর্জন করেছেন। 

এদিকে আসছে বৈশাখকে কেন্দ্র করে বাজারে সরবারাহ বেড়েছে ইলিশের। রাজধানীর বিভিন্ন পাড়ায় মহল্লায় দেখা যাচ্ছে ইলিশ বিক্রেতাদের আনাগোনা।এত সরবারাহ থাকার পরও ভোক্তাদের উচ্চমুল্যে ক্রয় করতে হচ্ছে ইলিশ মাছ।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১ কেজির একটি ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়।গত সপ্তাহের থেকে দাম বেড়েছে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা। ৮০০ গ্রাম একটি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১২৫০ থেকে ১৪৫০ টাকায়।এই একই ইলিশ সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ৮০০ টাকায়। সপ্তাহখানেক আগে ৭০০ গ্রাম ইলিশ বিক্রি হয়েছে প্রায় ৬৫০ থেকে ৭০০ টাকায়। ৫০০ গ্রাম ইলিশ বিক্রি হয়েছে প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকায়।অথচ সেই একই ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকায়।

রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে সরবারাহ ভালো থাকলেও মূলত মধ্যস্বত্যভোগীদের কারসাজিতেই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

রাজধানীর যাত্রাবাড়ী মৎস্যবাজারের মৎস্য ব্যবসায়ী সালাম বিডিমর্নিংকে বলেন, বাজারে ইলিশের ভালো সরবারাহ আছে। সামনে পহেলা বৈশাখকে কেন্দ্র করেই ইলিশের বাজার অস্থিতিশীল।

মোহাম্মদপুর টাউনহল বাজারের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ লাল মিয়া বিডিমর্নিংকে বলেন, সামনে বৈশাখ তাই ইলিশের দামতো একটু বেশি হবেই। তাছড়া আমাদের কেনা দামই বেশি। আমরাতো আর লোকসান দিয়ে ব্যবসা করবো না। আমরা ৫০ থেকে ৭০ টাকা লাভেই মাছ বিক্রি করছি।

সোহেল আহম্মেদ নামের এক ক্রেতা বিডিমর্নিংকে বলেন, আমাদের দুর্বলতার সুযোগ নিয়েই ইলিশ ব্যবসায়ীরা উচ্চমূল্যে ইলিশ বিক্রি করছে।কেনো আমাদের পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতে হবে? আমাদের উচিত পহেলা বৈশাখে ইলিশ মাছ বর্জন করা।তাহলেই এসব অসাধু ব্যবসায়ীদের উচিত শিক্ষা হবে।

ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বিডিমর্নিংকে বলেন, বাজারে এসেছিলাম ইলিশ মাছ কেনার জন্য। কিন্তু বাজারের অস্থিতিশীল পরিস্থিতি দেখে ইলিশ মাছ কেনার ইচ্ছা দমন করেছি।এবারের পহেলা বৈশাখ ইলিশ ছাড়াই করবো।

এদিকে ইলিশের প্রজনন মৌসুমের এ সময়ে জাটকা নিধন কমাতে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বৈশাখে ইলিশ বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। নববষের্র সাথে পান্তা-ইলিশের কোনো সম্পর্ক নেই জানিয়ে পহেলা বৈশাখে ইলিশ বর্জনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।