English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ১৩:৪৮

বেসিস সভাপতি আলমাস কবীর

অনলাইন ডেস্ক
বেসিস সভাপতি আলমাস কবীর

মোস্তাফা জব্বার মন্ত্রী হওয়ার পর দায়িত্ব পালন করে আসা সৈয়দ আলমাস কবীর ভোটের মাধ্যমে বেসিসের সভাপতি নির্বাচিত হয়েছেন।

মেট্রোনেট বাংলাদেশের কর্ণধার আলমাস কবীর আাগামী তিন বছর বাংলাদেশের সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির নেতৃত্ব দেবেন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বেসিসের সদস্যদের ভোটে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। তাতে পরিষদের নয়টি পদের মধ্যে ছয়টিতে জয় পায় আলমাস কবীর নেতৃত্বাধীন প্যানেল।

সোমবার কার্যনির্বাহী সদস্যদের বৈঠকে সভাপতিসহ অন্য পদগুলোর নেতা নির্বাচিত হন। এই ফল ঘোষণা করেন বেসিস এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল।

জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান।

বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ সহসভাপতি (প্রশাসন) এবং স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান সহসভাপতি (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন।

এরা সবাই আলমাস কবীর নেতৃত্বাধীন প্যানেল ‘টিম হরাইজন’ থেকে নির্বাচিত হন।

নতুন পরিষদে আলমাস কবীর নেতৃত্বাধীন প্যানেল থেকে সদস্য রয়েছেন জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, তারা ছাড়াও সদস্য রয়েছেন দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ফ্লোরা টেলিকমের মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, আজকের ডিল ডটকমের পরিচালক এ কে এম ফাহিম মনসুর।