English Version
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭ ১৭:১২

শুল্ক ফাঁকি : ২ মার্কেট থেকে বিপুল পরিমাণ মোবাইল জব্দ

অনলাইন ডেস্ক
শুল্ক ফাঁকি : ২ মার্কেট থেকে বিপুল পরিমাণ মোবাইল জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিটিআরসি প্রতিনিধি এবং ঢাকা মহানগর পুলিশের সমন্বিত একটি দল বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান শুরু করে। অধিদপ্তরের সহকারী পরিচালক সহিদুজ্জামান সরকার ছিলেন অভিযান পরিচালনার দায়িত্বে। তবে শপিং কমপ্লেক্সে তাদের আসার খবর পেয়ে বসুন্ধরার ৬ তলা এবং নিচতলার মোবাইলে ফোনের অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন দোকানিরা। এর মধ্যে ৩টি দোকানে তারা ঢুকতে সমর্থ হন। এই দোকান ৩টি থেকেই শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।  এদিকে একই সময়ে উপপরিচালক এইচ এম শরিফুল হাসানের নেতৃত্বে আর একটি দল গুলশান এভিনিউ এলাকায় অভিযানে মলি ক্যাপিটা সেন্টারে বিভিন্ন দোকান থেকে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক ফোন আটক করে। এছাড় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের আরও শতাধিক মোবাইল ফোন জব্ধ করা হয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে। অভিযানের বিষয়ে সহিদুজ্জামান বলেন, এই অভিযান আসলে একটি মেসেজ। যে কোনো সময় আমরা আবার অভিযান চালাব। তিনি বলেন, এই সব আইফোন নিয়ম বহির্ভূতভাবে আনা হয়েছে; যার নম্বর বিটিআরসির নথিভুক্ত নয়। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আনার অভিযোগে এগুলো জব্দ করা হয়েছে।