English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৩:৩৫

চিনি আসছে ৫৫ হাজার টন

অনলাইন ডেস্ক
চিনি আসছে ৫৫ হাজার টন

২৬৩ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়ন কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয় বলে অতিরিক্ত সচিব জানান। মোস্তাফিজুর বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স গ্লোবোপিউ ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেড চিনি আমদানি করবে, প্রতিষ্ঠানটির সঙ্গে মুখ্য দরদাতা হিসেবে থাকবে সিঙ্গাপুরের মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড। প্রতি মেট্রিক টন ৪৬৫ দশমিক ২৭ মার্কিন ডলারে মোট ২৬৩ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকায় ৫৫ হাজার মেট্রিক টন চিনি আমদানি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।  অতিরিক্ত সচিব জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য চীন সরকার মনোনীত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে ১২ হাজার ৫৬৬ কোটি ৪৭ লাখ টাকায় ঠিকাদার নিয়োগ করা হয়েছে।