English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৭ ১৯:৫৪

'সরকারি ব্যাংক একীভূতকরণের পক্ষপাতি নন অর্থমন্ত্রী'

অনলাইন ডেস্ক
'সরকারি ব্যাংক একীভূতকরণের পক্ষপাতি নন অর্থমন্ত্রী'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি ব্যাংকের প্রধান সমস্যা হচ্ছে খেলাপি ঋণ। তবে এই সমস্যা থেকে উত্তরণে সরকারি ব্যাংকগুলোকে একীভূতকরণের পক্ষপাতি নন অর্থমন্ত্রী। আজ মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত কার্যকর উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ে দাতাদেশগুলোর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ঋণের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে যেসব সুবিধা দেওয়া হয়, তার সঠিক বাস্তবায়ন করতে পারছে না সরকারি ব্যাংক। এ কারণে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার বাড়ছে বলেও মনে করেন অর্থমন্ত্রী।  ব্যাংকের সংখ্যা নিয়ে ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রশ্ন তুললেও অর্থমন্ত্রী মনে করেন, ব্যাংকের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আবার আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।