English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৩৭

আগস্টে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স

অনলাইন ডেস্ক
আগস্টে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে ভাটা রয়েছে। তবে এবার ঈদকে কেন্দ্র করে আগস্ট মাসে ১৪১ কোটি ডলার রেমেটিন্স এসেছে। এটি গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের জুনে ১৪৬ কোটি ডলার রেমিটেন্স আসে; যা ওই অর্থবছরের একক মাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরে দ্বিতীয় মাস আগস্টে ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিদেশি কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। গত অর্থবছরের একই মাসে যা ছিল ১১৮ কোটি ডলার। আলোচ্য সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে সাড়ে ১৯ শতাংশ। চলতি অর্থবছরে দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিটেন্স এসেছে ২৫৩ কোটি ডলার। আগের অর্থবছরের দুই মাসে আসে ২১৯ কোটি ডলার। এই হিসেবে রেমিটেন্স বেড়েছে সাড়ে ১৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ দেড় হাজার কোটি ডলার রেমিটেন্স আসে। এরপর প্রতিবছরই রেমিটেন্স কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে আড়াই শতাংশ কমে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। গত অর্থবছরে তা সাড়ে ১৪ শতাংশ কমে আসে ১ হাজার ২৭৭ কোটি ডলার। রেমিটেন্সের উৎস দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য মাধ্যমে হুন্ডি প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈধপথে দীর্ঘদিন ধরে রেমিটেন্স কম আসছে বলে সরেজমিনে তদন্তে প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।