English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৭ ১৫:০৯

চামড়ার দাম নির্ধারণ

অনলাইন ডেস্ক
চামড়ার দাম নির্ধারণ

ঢাকায় গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। খাসির চামড়ার দাম সারাদেশে ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়ার দাম সারাদেশে ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) বাণিজ্যমন্ত্রী সচিবালযয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর এই দামের কথা জানান তিনি।

মন্ত্রী জানান, চামড়া ব্যবসায় মন্দা। হাজারীবাগে ১৫৫টি চামড়া শিল্প বন্ধ হয়ে গেছে। সাভারে গেছে এগুলো। এ মাসের মধ্যে ১০০ টি চালু হবে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবার চামড়ার দাম বাড়ানো হয়নি। আগের দামেই রাখা হয়েছে।