English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৩১

বাণিজ্য মেলায় বিক্রি ১১৩ কোটি ৫৩ লাখ টাকার পণ্য

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মেলায় বিক্রি ১১৩ কোটি ৫৩ লাখ টাকার পণ্য

ঢাকা :  ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মেলায় বিক্রি হয়েছে ১১৩ কোটি ৫৩ লাখ টাকার পণ্য। এবারের মেলায় বৈদেশিক রফতানি আদেশ পাওয়া গেছে ২৪৩ কোটি ৪৪ লাখ টাকার।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা বলেন, এবার বিক্রি অর্ডার পাওয়া গেছে ২৪৩ দশমিক ৪৪ কোটি টাকা, পণ্য বিক্রি হয়েছে ১১৩ দশমিক ৫৩ কোটি টাকা। গত বারের চেয়ে এবার মেলায় ভালো বিক্রি হয়েছে। মেলায় কোনরকম ঝামেলা হয়নি। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন হয়েছে।