English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৩৫

জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১০০ কোটি ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১০০ কোটি ডলারের বেশি

বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সর্বশেষ উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে চলতি ২০১৬-১৭ অর্থবছরের সপ্তম মাস অর্থাৎ জানুয়ারিতে দেশে ১০০ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 

চলতি অর্থবছরের ষষ্ঠ মাস অর্থাৎ ডিসেম্বরের তুলনায় সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশের রেমিটেন্স ৫ কোটি ডলার বেড়েছে। তবে আগের অর্থবছরের জানুয়ারি মাসের তুলনায় এবারের রেমিটেন্স ১৪ কোটি ১১ লাখ ৯০ হাজার ডলার কমেছে। যা ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি মাসে ছিলা ১১৫ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ উপাত্ত থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ মাসে বাংলাদেশে ৮৬৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল। কিন্তু চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে ৭১৮ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রেমিটেন্স ১৪৫ কোটি ডলার বা ২০ দশমিক ৭৩ শতাংশ কমেছে।