English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ২১:২৭

বিআইসিসি’তে বেসিস এক্সপো শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
বিআইসিসি’তে বেসিস এক্সপো শুরু আগামীকাল

ঢাকা : রাজধানীর ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে চার দিনব্যাপী বেসিস এক্সপো। দেশের সর্ববৃহৎ বেসরকারি সফট্ওয়ার সেক্টর (বেসিস) এ প্রদর্শনীর আয়োজন করেছে। আইটি সেক্টরে বাংলাদেশের দক্ষতা, আবিষ্কার এবং শক্তি ও আইটি ভিত্তিক সেবা আর্ন্তজাতিক অঙ্গনে তুলে ধরাই এ প্রদর্শনীর লক্ষ্য।

বাংলাদেশে আইটি সেক্টরে প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ সফট্ওয়্যার ও তথ্য সেবা (ব্যাসিস) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেসিস সফট্এক্সপো শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করছে।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আগামীকাল সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ বছরে প্রদর্শনীর স্লোগান হচ্ছে” ফিউচার ইন মোশন”।