English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১২:১০

আগামীমাসে ঢাকায় বসছে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম ২০১৭

নিজস্ব প্রতিবেদক
আগামীমাসে ঢাকায় বসছে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম  ২০১৭

ঢাকা: ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক একীভূতকরণ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম (এপিবিএফ) ২০১৭। ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ ও ইউএনএসকাপের যৌথ উদ্যোগে ফোরামটি অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসি বাংলাদেশ। 

এতে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবুল কাশেম খান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট মো. ফজলুল হকসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি আইসিসি বাংলাদেশ ও ইউএনএসকাপ যৌথভাবে ঢাকায় এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম (এপিবিএফ) ২০১৭ আয়োজন করবে। ফোরামটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে এবারে ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক একীভূতকরণ’।

আইসিসি বাংলাদেশ জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এপিবিএফ ২০১৭-এর উদ্বোধন করবেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল শমশেদ আক্তার, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ইউএনসিটিএডির সেক্রেটারি জেনারেল মুকিশা কিটুয়ি, এডিবির সহসভাপতি ওয়েনসাই ঝ্যাং, থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ড. সমকিড যাতুসরিপিটাক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, হংকংয়ের ড. ভিক্টর কে ফুং ও আইসিসিবি সহসভাপতি লতিফুর রহমান।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এবারই প্রথম এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম আয়োজন করছে। এবারের বৈঠকে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডসহ চার দেশের অর্থনৈতিক করিডোর বিসিআইএম ও বিবিআইএন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সব ধরনের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্ভাবনা খতিয়ে দেখা হবে।