English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ০৯:৩৯

সাবসিডিয়ারি কোম্পানি করতে বিটিআরসিতে বাংলালিংকের আবেদন

নিজস্ব প্রতিবেদক
সাবসিডিয়ারি কোম্পানি করতে বিটিআরসিতে বাংলালিংকের আবেদন

নিউজ ডেস্ক: রবির আদলে বাংলালিংকও টাওয়ার কোম্পানি গঠন করতে চায়। এর আগে গ্রামীণফোনেরও একটি সাবসিডিয়ারি কোম্পানি ছিল।

সম্প্রতি এ বিষয়ে বাংলালিংক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে অনুমতি চেয়েছে।

নিজেদের আওতাধীন টাওয়ার দেখভাল ও এখন পর্যন্ত বিনিয়োগ করা সম্পদ নিয়ে এ সহযোগী কোম্পানি গঠনের পরিকল্পনা করছে অপারেটরটি।

সরকার খুব শিগগির দেশে টেলিযোগাযোগ সেবার জন্য আলাদা টাওয়ার কোম্পানি প্রথা চালু করতে চায়। এ জন্য দুটি লাইসেন্স দেওয়া হবে। এ প্রক্রিয়া শুরু হলে কোনো মোবাইল ফোন অপারেটর নিজেরা আর টাওয়ার স্থাপন করতে পারবে না।

টাওয়ার কোম্পানি দুটি এ কাজ করবে এবং তাদের কাছ থেকে টাওয়ার ভাড়া নেবে অপারেটর। এতে একই টাওয়ার অনেক অপারেটর ব্যবহার করতে পারবে।

এ প্রক্রিয়ার মধ্যে অপারেটরগুলো তাদের টাওয়ার ওই দুই লাইসেন্সধারী কোম্পানির কাছে বিক্রি করবে বা ভাড়া দেবে।

বাংলালিংক নিজেদের টাওয়ারগুলো তখন সহজে বিক্রির প্রক্রিয়াগত কাজ এগিয়ে রাখতেই আলাদা সাবসিডিয়ারি কোম্পানি গঠনের পরিকল্পনা থেকেই বিটিআরসিতে এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে সূত্র।

বাংলালিংকের আবেদনের বিষয়টি ইতিবাচকভাবে বিটিআরসি বিবেচনা করছে বলে জানিয়েছেন কমিশনের এক শীর্ষ কর্মকর্তা।

এর আগে দেশে প্রথমবারের মতো আলাদা টাওয়ার কোম্পানি গঠন করে ইডটকো। এটি রবির মূল কোম্পানি মালয়েশিয়ার অজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান।

রবি’র সব টাওয়ার নিয়ে তারা কাজ শুরু করেছিল সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে। এখন রবি পর্যায়ক্রমে এ কোম্পানিতে তাদের শেয়ার কমিয়ে দিচ্ছে।

সবার আগে গ্রামীণফোন সাবসিডিয়ারি কোম্পানি করে জিপি আইটি নামে। পরে সেটি এক্সেঞ্চারের কাছে বিক্রি করে দেয় অপারেটরটি।