English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ০২:০৪

পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদের মালিক ৮জন

নিজস্ব প্রতিবেদক
পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদের মালিক ৮জন

নিউজ ডেস্ক: পুঁজিবাদের আগ্রাসনে বিশ্বে দিনদিনই বাড়ছে ধনীদের সম্পদ। আর দরিদ্ররা ক্রমশ গরীব হচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফ্যামের তথ্য মতে বিশ্বের শীর্ষ ৮ জন ধনীর কাছে যে পরিমাণ সম্পাদক আছে তা প্রায় পৃথিবীর অর্ধেক সম্পদ। ধনীদের এই তালিকায় থাকাদের মধ্যে ৫ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে এদের একটি বড় অংশই তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্ণধার। সবচেয়ে ধনী এই আট জনের মধ্যে রয়েছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং ওয়ারেন বাফেটের মত ব্যক্তিরা। 

দাতব্য সংস্থাটি বলছে, এই আট জনের হাতে যতো সম্পদ রয়েছে তার পরিমাণ বিশ্বের ৩৬০ কোটি দরিদ্র মানুষের সম্পদের সমান।

এক নজরে জেনে নিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও তাদের ব্যবসা সম্পর্কে 

যুক্তরাষ্ট্রের বিল গেটস, মাইক্রোসফটের একজন সহযোগী প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার। তিনি তালিকায় সবার উপরে রয়েছেন। 

স্পেনের ব্যবসায়ী আমানচিও ওরতেগা। জারার প্রতিষ্ঠাতা এবং ইনটিডেক্সের মালিক। তার সম্পদ ৬৭ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের শেয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেট, বার্কশায়ার হাথেওয়ের সবচেয়ে বেশি শেয়ারের মালিক। সম্পদ প্রায় ৬১ বিলিয়ন ডলার।

মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু। গ্রুপো কারসোর মালিক। তার সম্পদের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের জেফ বেজোস। ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। সম্পদের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। সম্পদ ৪৫ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের ল্যারি এলিসন। সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকলের একজন প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। ৪৪ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের মাইকেল ব্লুমবার্গ। ব্লুমবার্গ এলপির মালিক। তার সম্পদের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার।

তবে অনেকেই অক্সফ্যামের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, প্রতি বছর অক্সফ্যাম সম্পদের যে পরিসংখ্যান তুলে ধরছে সেটা ঠিক আছে, কিন্তু সংস্থাটি এজন্য যে ব্যাখ্যা দিচ্ছে তা ঠিক নয়। 

গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের একজন গবেষক মার্ক লিটলউড বলেছেন, অক্সফ্যামের উচিত প্রবৃদ্ধি বাড়ানোর উপায়ের দিকে জোর দেয়া। অক্সফ্যামের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন সুইজারল্যান্ডে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।

অক্সফ্যামের একজন কর্মকর্তা ক্যাটি রাইট বলেছেন, এটা নিয়ে কোন সন্দেহ নেই যে ডাভোস সম্মেলন শুধু ধনী লোকেদের কথার ফুলঝুরির সম্মেলন হয়ে দাঁড়িয়েছে।