English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ০১:২৬

‘ঢাকা ক্রেডিট’ নির্বাচনে বাবু মার্কুজ পরিষদের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক
‘ঢাকা ক্রেডিট’ নির্বাচনে বাবু মার্কুজ পরিষদের নিরঙ্কুশ জয়

ঢাকা: বিপুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ৪০ হাজার সদস্যের প্রাণের সমবায় সমিতি ‘ঢাকা ক্রেডিট’-এর কার্যকরী পরিষদের নির্বাচন। ঢাকা ক্রেডিটের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিনিধিদের ভোটে বিজয়ী প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। এই নিরঙ্কুশ বিজয়ে বাবু মার্কুজ পরিষদ আগামী ৩ বছর ‘ঢাকা ক্রেডিট’কে নেতৃত্ব প্রদান করবে।

দীর্ঘ দিনের চড়াই-উৎরাই পার করে রবিবার সকাল সাড়ে ৮টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিরতিহীনভাবে বটমলী টেকনিক্যাল মাঠে ঢাকা ক্রেডিটের সদস্যবৃন্দের মনোনীত প্রতিনিধি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। 

ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। বাবু মার্কুজ গমেজ বই প্রতীক নিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দিকে ফুটবল প্রতীক নিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গাব্রিয়েল রোজারিও এবং চেয়ার প্রতীক নিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্রাহাম গোমেজ।

নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে বাবু মার্কুজ গমেজ ১৮৫, গাব্রিয়েল রোজারিও ০৫ এবং আব্রাহাম গোমেজ ০১ ভোট পান। এছাড়াও প্রতিদ্বন্দ্বি প্রার্থী গাব্রিয়েল রোজারিও প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা ক’রে বাবু মার্কুজের প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে বিজয় লাভ করে।

বিজয়ী দলের ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার যথাক্রমে ১৭৩, ১৭৮ এবং ১৭৩ ভোট পান। অপর দিকে বিপক্ষ প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার যথাক্রমে ০৬, ০৩ এবং ০৬ ভোট পান।

প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল খায়ের জানান, সকাল থেকেই আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সদস্যদের দ্বারা মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। দুই একজনের উগ্রতাপূর্ণ আচরণ ছাড়া তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নির্বাচন চলকালীন সময়ে কোনো প্রকার অভিযোগ আমাদের কাছে আসেনি। নির্বাচন শেষে ফলাফল প্রকাশের মাধ্যমে ঢাকা ক্রেডিটের নির্বাচন-২০১৭ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।