English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ১৯:২৭

দেড় কোটি বন্ধ সিম পুনঃবিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক
দেড় কোটি বন্ধ সিম পুনঃবিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

ঢাকা: বন্ধ সিম আবারও বিক্রির অনুমতি পাচ্ছেন মোবাইল ফোন অপারেটররা। গ্রামীণফোকে নতুন নম্বর সিরিজি আপাতত না দেয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

এমন পরিস্থিতিতে ২০০৮ সালের পুনঃনিবন্ধনের সময় অপারেটরটির বন্ধ হওয়া প্রায় পৌনে এক কোটি নম্বর নতুন করে বিক্রির অনুমোদন পেয়েতে যাচ্ছে অপারেটরটি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন সূত্র মতে, অনিবন্ধত ছাড়াও বিভিন্ন সময় অপারেটরটির যেসব নম্বরের মাধ্যমে অবৈধ অন্তর্জাতিক কল আদান প্রদান সন্দেহে বন্ধ করা হয়েছিল তেমন আরও বেশ কিছু সিম পুনরায় বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। দুই ধরণের সিম মিলে আরও দেড় কোটি সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।

সূত্রমতে, বর্তমানে গ্রামীণফোনের প্রায় পাঁচ কোটি ৬৪ লাখ সিম কার্যকর থাকলেও বিক্রিম আরও তিন কোটি সিম বন্ধ আছে।

এদিকে, বিটিআরসি’র নম্বর প্ল্যানিং অনুসারে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ এবং বাংলালিংক ব্যবহার করছে ০১৯। এর বাইরে ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ খালি রয়েছে। 

এই পরিপ্রেক্ষিতে গত বছর কমিশন বৈঠকে গ্রামীণফোনকে ০১৩ নম্বর সিরিজ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের আপত্তিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, বিটিআরসি'র বর্তমান নম্বর প্ল্যানিং অনুসারে একটি অপারেটর একটি সিরিজের সর্বোচ্চ ১০ কোটি নম্বর বিক্রি করতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে এর আগেও গ্রামীণফোনের জন্য একটি করে দু’বার দুটি ডিজিট বাড়ানো হয়েছিল।