English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ২০:৪৪

ক্ষতিপূরণ চায় ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
ক্ষতিপূরণ চায় ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ী

ঢাকা : রাজধানীর গুলশানে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ব্যবসায়ীরা ক্ষতিপূরণ চেয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দোকান মালিক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে এক নম্বর গুলশান ডিএনসিসি সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শের মোহাম্মদ বলেন, ‘মার্কেট খুললে এক নম্বর আমাদের বরাদ্দপত্র দিতে হবে এবং দুই নম্বর আমাদের বসার জায়গা দিতে হবে। তিন নম্বর হলো আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।’