English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ২০:২২

আগুনে পুড়ে ডিএনসিসি মার্কেটে দেড়শ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আগুনে পুড়ে ডিএনসিসি মার্কেটে দেড়শ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ঢাকা : রাজধানীর গুলশান-১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দেড়শ' কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

গত সোমবার রাত ২টার দিকে ডিএনসিসি মার্কেটের পূর্ব পাশের কাঁচাবাজার ও সুপার মার্কেট অংশে আগুনের সূত্রপাত হয়। রাতেই মার্কেটের পূর্ব পাশের ভবনের বড় একটি অংশ ধসে পড়ে।

এরপর মঙ্গলবার দিনভরই পুড়েছে পাকা মার্কেটের বিশাল অংশটি। সন্ধ্যা ৬টার দিকে প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও রাত ১১টায়ও তা পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।

বুধবার সকালেও অনেক মার্কেটে পুড়ে যাওয়া অনেক মামলামাল ও ধসে পড়া অংশ থেকে ধোয়া বের হতে দেখেছেন দোকানের লোকজন। 

ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন, এ আগুন নাশকতার। তাদের উচ্ছেদের জন্যই ষড়যন্ত্রমূলকভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন ফায়ার সার্ভিসের বিরুদ্ধেও। তারা বলছেন, ইচ্ছে করেই ফায়ার সার্ভিস আগুন নেভাতে সময় নষ্ট করেছে। এতে তাদের সব মালামাল পুড়ে অন্তত দেড়শ' কোটি টাকার ক্ষতি হয়েছে।

পাকা মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি এস এম তালাল রিজভী সাংবাদিকদের বলেন, রাত আড়াইটার দিকে আগুন লেগেছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তখন ফায়ার সার্ভিসের মাত্র দুটি ইউনিট ছিল।

গুলশান-১ নম্বর গোলচত্বরের পাশেই অন্তত ৭ বিঘা জায়গার ওপর অবস্থিত ডিসিসি দোতলা মার্কেটটি। একই কম্পাউন্ডের ভেতরে পূর্ব অংশে কাঁচাবাজার ও সুপার মার্কেট অবস্থিত। এরপর বিশাল এলাকা জুড়ে পাকা মার্কেট। ব্যবসায়ীদের দেওয়া তথ্যানুযায়ী, পুরো মার্কেটে ৬০৫টি দোকান রয়েছে। 

এর মধ্যে পাকা মার্কেটে দু'তলা মিলে দোকান সংখ্যা ২৩৪টি। এতে বিদেশি আসবাবপত্র, গহনা, জুতা-কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। কাঁচাবাজার ও সুপার মার্কেট মিলিয়ে দোকান রয়েছে আরও ৩৭১টি। এর প্রায় সব দোকানই পুড়েছে।