English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ২৩:৪১

বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা : খাবারের হোটেলে মূল্য তালিকা না থাকায় একং অগ্নি নির্বাপক ব্যবস্থা যন্ত্র স্থাপন না করার  অপরাধে রাজধানীর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটো হলো- হাজী বিরিয়ানি ও হোমটেক্স। 

সোমবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চলমান বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাদের এ জরিমানা করেন। 

মশিউর রহমান জানান, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে খাবার হোটেলে হাজী বিরিয়ানির মূল্য তালিকা না থাকায় এবং হোমটেক্সেকে অগ্নিনির্বাপক যন্ত্র না রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।   

খাবারের মূল্য বেশি নেওয়ার ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট বলেন, যদি এ ধরনের কোনো অভিযোগ আসে তাহলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।      

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।