English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ২২:৪১

শ্রমিকদের প্রতিশ্রুতি পেলেই কারখানা খুলবে: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের প্রতিশ্রুতি পেলেই কারখানা খুলবে: বিজিএমইএ

রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করার প্রুতিশ্রুতি দিলে আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া হবে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিজিএমইএ ভবনে ‘চেঞ্জিং জেন্ডার নর্মস অব গার্মেন্টস এমপ্লয়ার্স’ শীর্ষক ২ বছর মেয়াদী প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।     সিদ্দিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্পকে ধ্বংসের জন্য কিছু লোক সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। বর্তমানে আশুলিয়ার আন্দোলনও সেই ষড়যন্ত্রের একটা অংশ। শ্রমিক আমাদের; সুতরাং তাদের সুখ-দুঃখের দিকে খেয়াল রাখাও আমাদের কর্তব্য। তাদের প্রতি অন্য কেউ আমাদের থেকে বেশি দায়িত্বশীল হওয়ার কথা না। তবু অনেকেই নিজের স্বার্থ হাসিলের জন্য লোক দেখানো মায়া কান্না করে।’

জাতীয় আয়ের (জিডিপি) ক্ষেত্রে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বিজিএমইএর এই নেতা বলেন, ‘পোশাক খাত থেকে যে জিডিপি অর্জিত হয়; তার পেছনে সব থেকে বেশি অবদান এ খাতের ৪০ লাখ শ্রমিকের। যারা এসব শ্রমিকদের বিভ্রান্তিমূলক কাজে লেলিয়ে দিচ্ছেন-তারা কত বড় ভুল করছেন সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই।’

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার অন্যের দ্বারা বিভ্রান্ত না হয়ে শৃঙ্খলার সঙ্গে কাজে ফিরে আসুন। আপনাদের জন্য কারখানা খুলে দেওয়া হবে। তাতে দেশ, আপনারা এবং আমরা অর্থাৎ সবারই উপকার হবে।’