English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৪

তুলা আমদানিতে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
তুলা আমদানিতে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ

তুলা আমদানির শীর্ষ দেশ চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দেশে স্পিনিং মিলের সংখ্যা বাড়তে থাকায় এ চাহিদা দিন দিন বাড়ছে। পক্ষান্তরে চীন তৈরি পোশাকের তুলনায় বৈদ্যুতিক যন্ত্র তৈরি ও রপ্তানিতে বেশি গুরুত্ব দেওয়ায় তাদের তুলার আমদানি কমেছে। চলতি বছরের প্রথমার্ধে ভারতের তুলা আমদানিতে চীনকে টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। 

ভারত সরকারের তথ্যের বরাত দিয়ে দ্যা ফিন্যানসিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, চলতি ২০১৬ সালের (ভারতের অর্থবছর) প্রথমার্ধে ভারত চীনে ৪১ কোটি ৬১ লাখ ডলারের তুলা রপ্তানি করেছে। একই সময়ে বাংলাদেশে রপ্তানি করেছে ৬১ কোটি ৩১ লাখ ডলারের তুলা।

ভারত বলছে, ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় তুলা আমদানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ। অথচ ২০১১-১২ সালে চীন ভারত থেকে বাংলাদেশের ৪গুণ বেশি তুলা আমদানি করতো।

এদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জের তথ্য মতে বিশ্ব বাজার থেকে ২০১২ সালে ৭ লাখ মেট্রিক টন তুলা আমদানি করে বাংলাদেশ। কিন্তু ২০১৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে এর পরিমাণ বেড়ে  হয়েছে ১২ লাখ মেট্রিক টন। বিপরীতে এ সময়ে চীনের তুলা আমদানি ৫৩ লাখ মেট্রিক টন থেকে কমে ১৩ লাখ মেট্রিক টনে নামে।

বর্তমানে ভারত থেকে মোট তুলার ৪০ শতাংশ আমদানি করে বাংলাদেশ। এছাড়া মধ্য এশিয়া থেকে ২০-২২ শতাংশ, আফ্রিকা থেকে ১৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ৭ শতাংশ আমদানি করা হয়।